OTT: মাদক কান্ড নিয়ে আর নেই তরজা, পরিচালনায় শাহরুখপুত্র আরিয়ান, শুরু হলো শুটিং

শোবিজে পা রাখলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। অ্যামাজন প্রাইম ভিডিওর ওয়েব সিরিজের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এই তারকাপুত্র। পরিচালনার কাজ শুরু করেছেন তিনি। কেবল পরিচালনা নয়, সিরিজের চিত্রনাট্যও লিখেছেন তিনি। গত শুক্র ও শনিবার পরীক্ষমূলক শুটিং করেছেন আরিয়ান। সিরিজটি ফ্লোরে ওঠার আগে হাত পাকিয়ে নিতে চাইছেন শাহরুখপুত্র। কেবল তা-ই নয়, পরীক্ষামূলক শুটিংয়ের মাধ্যমে কলাকুশলীদের সঙ্গে একটি ‘দল’ হয়ে ওঠার তাগিদও দেখা গেছে তার মধ্যে।

কবে ফ্লোরে যাবে এই সিরিজ? সে তথ্য এখনো মেলেনি। খুবই মন দিয়ে কাজ করছেন আরিয়ান। প্রাক-শুটিংয়ের কাজ চলছে এই মুহূর্তে। খুব তাড়াতাড়ি মূল শুটিংয়ের তারিখ প্রকাশ্যে আসবে। সব ঠিকঠাক এগোলে মুক্তিও পাবে এই বছরেই।

এছাড়া অ্যামাজন প্রাইমের পরে আরিয়ান নিজের বাবা-মায়ের প্রযোজনা সংস্থার (রেড চিলিজ এন্টারটেইমেন্ট) হয়ে একটি পূর্ণদৈর্ঘ্যের সিনেমা পরিচালনায় করবেন।

আরিয়ান আগেই জানিয়েছিলেন, তিনি বাবার মতো অভিনেতা হতে চান না। ক্যামেরার পেছনে কাজ করতে চান। চলচ্চিত্র নিয়েই পড়াশোনা করেছেন আরিয়ান। এবার সেই স্বপ্ন পূরণের দিকে পা বাড়ালেন।

অন্যদিকে, শাহরুখের মেয়ে সুহানা খান তার প্রথম সিনেমার শুটিং শুরু করেছেন। ‘আর্চিস কমিক্স’ নিয়ে চিত্রনাট্য লিখেছেন পরিচালক জোয়া আখতার। সেই সিনেমায় সুহানার সঙ্গে অভিনয় করবেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা ও শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরও। শোনা যাচ্ছে, নেটফ্লিক্সে মুক্তি পাবে জোয়ার এই মিউজিক্যাল।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy