OMG! ২৭৬ কেজির টুনা মাছ বিক্রি হলো ১৩ লাখ ডলারে, মুহূর্তেই ধনী মৎস্যজীবী

জাপানে ২৭৬ কেজি ওজনের একটি টুনা মাছ বিক্রি হয়েছে ১৩ লাখ মার্কিন ডলারে। জাপানের রাজধানী টোকিওর টয়োসু ফিশ মার্কেটে বার্ষিক নববর্ষের নিলামে বিক্রি করা দ্বিতীয় সর্বোচ্চ মূল্য এটি।

মাছটি নিলামে কিনে নিয়েছে ওনোদেরা গ্রুপ। গ্রুপটি টানা পাঁচ বছর ধরে ইচিবান টুনার নিলামে শীর্ষ মূল্য পরিশোধ করেছে।

তারা জানিয়েছে, টুনা মাছটির ওজন ২৭৬ কেজি। মাছটি গিঞ্জা ওনোদেরা রেস্তোরাঁর পাশাপাশি সারাদেশে নাদামান রেস্তোরাঁয় পরিবেশন করা হবে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওনোদেরার কর্মকর্তা শিনজি নাগাও নিলামের পর সাংবাদিকদের বলেন, “প্রথম টুনা এমন কিছু যা সৌভাগ্য আনয়ন করে।”
তিনি জানিয়েছেন, তার প্রত্যাশা লোকজন উত্তর জাপানের আওমোরি অঞ্চল থেকে ধরা টুনা মাছ খাবে এবং ‘একটি দুর্দান্ত বছর’ কাটাবে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy