OMG! ১ কেজি মাছের দাম ১৮০০ টাকা, জামাইষষ্টীতে আগুন বাজার, মাথায় হাত মধ্যবিত্তের

কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বন। আর বাঙালির মাঝে জামাই আদরের গল্প ঘোরে মুখে মুখে। বিশেষ করে জামাইষষ্ঠীর দিনে শাশুড়িরা জামাইয়ের জন্য করে এলাহী আয়োজন। জামাই আদোরে শাশুড়িরা রাখতে চাননা কোনোরকম ত্রুটি।

আর জামাইকে খুশি করতে ভোজন রসিক বাঙালি আয়োজন করে বিশেষ দিনে বিশেষ খাবারের। আর সেই আয়োজন করতেই শশুরের ছোটেন বাজারে ব্যাগ নিয়ে। আর বাজারে গিয়ে জিনিস কিনতে গিয়ে মাথায় হাত মধ্যবিত্ত শশুরের।

বাজারে ইলিশ বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৮০০ টাকা কেজিতে। বড় বাগদা চিংড়ি বিক্রি হচ্ছে ১৬০০ টাকা কেজিতে,ভেটকি মাছ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা কেজিতে। পাবদা ও পার্সের দর ৬০০ টাকার উপরে।

শুধু কি মাছ জামাইয়ের পাতে রাখতে হবে ফলও। আর সেই ফল কিনতে গিয়েও এই গরমে ছুটছে ঘাম। বাজারে আমি থেকে শুরু করে লিচুর গড় দাম কেজি প্রতি ১০০ টাকা।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy