শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। পরিবারের পর শিক্ষকরাই হয়ে ওঠে শিশুদের অনুকরণীয় ব্যক্তিত্ব। তবে একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এই শিক্ষিকারা একটি চেয়ার নিয়ে যে আচরণ করলেন সেটা শিশুসুলভ আচরণকেও হার মানায়।
ভারতের মধ্যপ্রদেশের চিত্রকূট এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাদের চেয়ার নিয়ে ঝগড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে।
ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, দুই শিক্ষিকা একটি চেয়ার নিয়েই টানাটানি করছেন। দুজনেরেই কেউই চেয়ারের দখল ছাড়তে নারাজ। অবশ্য শেষমেশ কে চেয়ারটির দখল নিলেন তা জানা যায়নি।
স্বাভাবিকভাবেই হিন্দুস্তান টাইমসের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা ওই ভিডিও নেটমাধ্যমে আলোড়ন তলেছে। নেটিজেনরা ওই ভিডিও নিয়ে বিভিন্ন ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। মাত্র ১৭ ঘণ্টায় ভিডিওটি দেখা হয়েছে ৫৫ হাজারের বেশিবার।
View this post on Instagram