OMG! বিয়ের পোশাকেই পুশআপ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন নববধূ

বিয়ে মানে নতুন জীবনে প্রবেশ। তাই প্রত্যেকের জীবনে বিয়ের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ এ দিনে নিজেকে সুন্দর দেখাতে কার না ভালো লাগে! তবে সেই ভালো লাগার থেকে আপনি যদি বেশি ফিটনেস ফ্রিক হন তাহলে ভিন্ন কথা। মাত্র ১২ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে মজেছে নেট দুনিয়া। যেখানে কনের সাজে এক নারীকে পুশআপ দিতে দেখা গেছে।

যদিও ওই নারীর কোনো পরিচয় প্রকাশ করেনি গণমাধ্যমগুলো। তবে তার সাজ-সজ্জা দেখে ভারতীয়ই মনে হচ্ছে অনেকের। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই ওই নারীর প্রশংসা করছেন।

এক ব্যবহারকারী ভিডিওটি টুইটারে পোস্ট করে লিখেছেন, “ফিটনেস উইথ এ ডিফারেন্স। এক নববধূ লেহেঙ্গা এবং গহনা পরে পুশ-আপ করছে।”

এরই মধ্যে ভিডিওটি ৫,৯০০-র বেশি ভিউ পেয়েছে। কিছু নেটিজেন তার ফিটনেসের প্রশংসা করেছেন। আবার অন্যরা জিজ্ঞাসা করেছে কেন তিনি বিয়ের পোশাক পরে পুশ-আপ করছেন। কেউ কেউ বিষয়টি নিয়ে মজাও করেছেন।

উল্লেখ্য, গত বছর গুরুগ্রামে ফিটনেসের প্রতি তাদের ভালবাসা দেখানোর জন্য বিয়ের মঞ্চে পুশ-আপ করে সংবাদ শিরোনামে আসেন এক বর-কনে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy