
পূর্ব বর্ধমানের মেমারিতে এক প্রবীণ দম্পতির বস্তাবন্দী গলাকাটা দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে তাঁদের বাড়ির সামনে থেকেই বস্তাবন্দী অবস্থায় মুস্তাফিজুর রহমান (৬৬) এবং মমতাজ পারভিন (৫৬) নামের ওই দম্পতির দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় খুন বলেই সন্দেহ করছে পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। দম্পতির ছেলে আসিফ নিখোঁজ থাকায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা একটি বস্তা দেখতে পান। সন্দেহ হওয়ায় সেটি খুলতেই হাড়হিম করা দৃশ্য চোখে পড়ে তাঁদের। বস্তার ভেতর থেকে গলাকাটা অবস্থায় দম্পতির জোড়া দেহ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশের প্রাথমিক অনুমান, ঘরের ভেতরেই খুন করে দেহগুলি বস্তাবন্দী করে বাড়ির বাইরের রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত দম্পতি তাঁদের ছেলে আসিফকে নিয়েই থাকতেন। ঘটনার পর থেকেই আসিফের কোনো খোঁজ মিলছে না। কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং এতে ছেলের কোনো ভূমিকা আছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ আসিফের খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং দ্রুত এই ঘটনার কিনারা করার আশ্বাস দিয়েছে।