OMG! ‘পুরোনো শত্রুতা’র জের, দোলের দিনেই কুপিয়ে খুন করা হলো যুবককে

দোল উৎসবের আনন্দের মাঝে খড়দহে চাঞ্চল্যকর খুনের ঘটনায় শোকের ছায়া। শুক্রবার দুপুরে খড়দহ পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পি কে বিশ্বাস রোডে আকাশ চৌধুরী নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। পুরোনো শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ। ঘটনায় এক অভিযুক্ত পবন রাজভড়কে গ্রেফতার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে জয়শ্রী কেমিক্যাল কারখানার গেট সংলগ্ন নন্দ বসু রোড এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে দুই দুষ্কৃতী আকাশের ওপর হামলা চালায়। অভিযোগ, আকাশের গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে একটি বেসরকারি নার্সিংহোমে এবং শেষে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

গ্রেফতার ও তদন্ত:
হামলার খবর পেয়ে খড়দহ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গত বছরের ৩১ ডিসেম্বর আকাশ ও পবন রাজভড়ের মধ্যে একটি ঝামেলা হয়েছিল, যার জেরে থানায় মামলাও দায়ের হয়। শুক্রবার দুপুরে আবারও তাঁদের মধ্যে বচসা হয়। এরপরই পবন ও আরেক অভিযুক্ত কানাই সাউ আকাশের ওপর হামলা চালায় বলে অভিযোগ। পবনকে গ্রেফতার করা হলেও কানাই এখনও পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পবন রাজভড় এলাকায় দাগি দুষ্কৃতী হিসেবে পরিচিত। সম্প্রতি সে একটি মামলায় সাজা খেটে জেল থেকে বেরিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, পুরোনো শত্রুতার জেরেই এই হামলা।

স্থানীয়দের প্রতিক্রিয়া:
ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এক প্রতিবেশী জানান, “আকাশ ছেলেটা ভালো ছিল। পবনের সঙ্গে ওর আগেও ঝামেলা হয়েছিল। দোলের দিন এমন ঘটনা কেউ ভাবতে পারেনি।” আরেক বাসিন্দা বলেন, “এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েছে। পুলিশের আরও কড়া পদক্ষেপ দরকার।”

পুলিশের বক্তব্য:
খড়দহ থানার এক আধিকারিক জানান, “প্রাথমিক তদন্তে পুরোনো শত্রুতার বিষয়টি সামনে এসেছে। একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অন্যজনের খোঁজে তল্লাশি চলছে। আমরা ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখছি।” পুলিশ আকাশের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে আরও তথ্য সংগ্রহ করছে।

দোলের উৎসবের মাঝে এই হত্যাকাণ্ড খড়দহে শোকের পরিবেশ তৈরি করেছে। পুলিশ জানিয়েছে, দ্রুত পদক্ষেপের মাধ্যমে এলাকায় শান্তি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তবে এই ঘটনা এলাকার আইনশৃঙ্খলার প্রশ্ন তুলেছে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy