OMG! ধুমধাম করে দেওয়া হলো দুই কুকুরের বিয়ে, ভুরিভোজের আয়োজন করা হলো অতিথিদের জন্য

ধুমধাম করে ভুরি ও কাল্লু নামে দুটি কুকুরের বিয়ে দেওয়া হলো। বিচিত্র এই ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের হামিরপুরে। হিন্দু ধর্মাবলম্বীদের বিয়ের আচার-অনুষ্ঠানের মতোই ছিল সব আয়োজন।

রীতিমত বরপক্ষ ও কনে পক্ষের বাড়িতে ‘বারাত’ নিয়েও যায়। জড়ো হয়েছিল আশপাশের লোকও। ব্যান্ডের ব্যবস্থাও করা হয়। সেই ব্যান্ডের তালে তালে নাচেন উভয়পক্ষের লোকজন। শেষে আয়োজন ছিল ভূরিভোজের।

হিন্দুস্তান টাইমসে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, গহনা পরানোও হয়েছে কনেকে। তবে কেন ঘটা করে কুকুর দুটির বিয়ে দেওয়া হলো তা জানা যায়নি।

সামাজিক মাধ্যমে বিয়ের এই ভিডিও এরইমধ্যে প্রায় দুই লাখ মানুষ দেখেছেন। অনেকে আবার বিয়ের জন্য অভিনন্দনও জানিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Hindustan Times (@hindustantimes)

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy