মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন। প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন। আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন। আর সেই তালিকা থেকে বাদ নেই সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটি।
তবে এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো এক অন্যরকম ভিডিও। ভাইরাল ওই ভিডিতে দেখা যাচ্ছে এক দোল ডাইনোসরকে।
মূলত ডাইনোসরদের সাথে আমাদের পরিচয় সিনেমার পর্দায়। বাস্তবে কেউই দেখেনি ডাইনোসরদের। বিভিন্ন গ্রন্থ থেকে জানা যায় ডাইনোসর পৃথিবীর বিবর্তনের সাথে তাল না মিলিয়ে চলতে পেরে বিলুপ্ত হয়ে গেছে কোটি কোটি বছর আগেই। তবে এবার একটি ভাইরাল ভিডিও ঘিরে তাদের অস্তিত্ব নিয়ে ফের উঠছে প্রশ্ন।
ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে 14 সেকেন্ডের এই ভিডিওয় ফাঁকা সমুদ্র সৈকতের উপর দিয়ে ছোট ছোট ডাইনোসরদের ছুটে যেতে দেখা গিয়েছে, যা দেখে অবাক সকলেই।
This took me a few seconds.. 😅 pic.twitter.com/dPpTAUeIZ8
— Buitengebieden (@buitengebieden) May 4, 2022