ঘোড়ার পিঠে চড়ে যেন শহর ঘুরতে বেরিয়েছে কুকুর। চমকে দেওয়ার মতো একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, সাদা রঙের একটি ঘোড়া রাস্তায় দৌড়চ্ছে। তার পিঠে চড়ে রয়েছে একটি কুকুর। যেখানে কোনও মানুষ বসে থাকার কথা, ঘোড়ার পিঠের সেই জায়গায় কুকুরটি দাঁড়িয়ে রয়েছে।
ঘোড়ার পিঠে চড়ে সে তো খুশিতে ডগমগ। ঘোড়াটি সারা শহর জুড়ে ঘুরে বেড়াচ্ছে, কুকুরটিও তার পিঠে চড়ে তার সহযাত্রীর ভূমিকায় রয়েছে। যেন মনে হচ্ছে ঘোড়ার লাগাম রয়েছে কুকুরের কাছে। একটি ট্রাফিক সিগন্যালেও ঘোড়াটিকে একবার থামতে দেখা গিয়েছে ভিডিওতে। দুই প্রাণীর এমন দৃশ্যে মুগ্ধ হয়েছেন অনেকে।
ভিডিওটি কোথাকার তা জানা যায়নি। ভিডিওটি শেয়ার করে একজন ট্যুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘Paw Patrol’! শেয়ার করার পর থেকে ভিডিওটি প্রায় ৪ লাখ ইউজার দেখেছেন।