OMG! গান গাইতে গাইতে সন্তান প্রসব করলেন মা, গিটার বাজিয়ে সঙ্গ দিলেন বাবা

মা হওয়া নিঃসন্দেহে সুখের। কিন্তু প্রসবের কষ্টের অন্য কিছুর তুলনা হয় না। সেই কষ্ট থেকে মুক্তি পেতে অনেকেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। তবে বিদেশে সে সুযোগ কম। নতুন মা এবং সদ্যোজাতের স্বাস্থ্যের জন্য স্বাভাবিক প্রসবের উপরেই জোর দেন সে দেশের চিকিৎসকেরা। সেই কষ্ট হাতের বাইরে চলে যায় অনেক সময়ে। তখন হবু মায়েদের ভুলিয়ে রাখতে নানা রকম প্রচেষ্টা চালান চিকিৎসক, হাসপাতাল কর্মীরা। তবে এখানে ঘটল উল্টোটা। গান গাইতে গাইতে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ৩১ বছর বয়সী এক তরুণী। আর গিটার বাজিয়ে সঙ্গ দিয়েছেন ওই তরুণীর স্বামী।

জানা গিয়েছে, বিফি হেল পাঁচ ঘণ্টা ধরে সহ্য করছিলেন প্রসব বেদনা। সঙ্গে ছিলেন তার স্বামী ব্র্যান্ডনও। স্বাভাবিক ভাবে প্রসব করার কষ্ট ভুলতে বিফি টানা পাঁচ ঘণ্টা ধরে গান গাইতে শুরু করেন। স্বামীকে বলেন গিটার বাজাতে। প্রসবের পুরো যাত্রাপথকে ‘ভ্যাকেশন’ বলে উল্লেখ করেছেন তারা।

ব্র্যান্ডন জানিয়েছেন, প্রসবকালে সাধারণত মেয়েদের যে ধরনের কষ্ট হয়, তার বিন্দুমাত্র বিফিকে ভোগ করতে হয়নি।

বিফি জানান, ‘ইনজেকশনে আমার ভীষণ ভয়। তাই হাসপাতালে যাব না বলেই মনস্থির করেছিলাম। কিন্তু শারীরিক অবস্থা এমন হয়েছিল যে, হাসপাতালে না গিয়ে উপায় ছিল না। তবে যত কষ্টই হোক, কোনও অবস্থাতেই আমি অস্ত্রোপচার করাতাম না।’

রোগীর যন্ত্রণা লাঘব করতে বিদেশের বিভিন্ন শহরে ইদানীং ‘মিউজ়িক থেরাপি’ চালু হয়েছে। পরীক্ষামূলক ভাবে তা সফল-ও হয়েছে বেশির ভাগ ক্ষেত্রে। বিফির ক্ষেত্রেও তাই। চিকিৎসকেরা জানিয়েছেন, বিফি একটি ফুটফুটে, সুস্থ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। নতুন মা এবং সন্তান দু’জনেই ভাল রয়েছে।

সূত্র: নিউইয়র্ক পোস্ট, আনন্দবাজার

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy