OMG! অস্ত্রোপচারে যুবকের পেটে মিলল ২৫০টি পেরেক, ৩৫ মুদ্রা, দেখে অবাক চিকিৎসকরা

এক্স-রে রিপোর্ট দেখেই চক্ষু চড়কগাছ চিকিৎসকদের। রোগীর পেটের ভেতর রয়েছে পেরেক, কয়েন থেকে শুরু করে স্টোন চিপস! অস্ত্রোপচার করে তার পেট থেকে মোট ২৫০টি পেরেক, ৩৫টি মুদ্রা ও স্টোন চিপস বের করেছেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।
৩৮ বছরের মইনুদ্দিনের বাড়ি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমানের কৃষ্ণবাটি গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। কয়েক দিন ধরে তিনি কিছুই খাচ্ছিলেন না। তবে পেটে হাত দিয়ে বারবার কিছু বোঝানোর চেষ্টা করছিলেন।

তার পেটে ব্যথা- এমন ধারণা থেকে পরিবারের সদস্যরা তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে এক্স-রে করে তার পেটে এসব বস্তুর উপস্থিতি ধরা পড়ে।

মইনুদ্দিনের ভাই মসলিন উদ্দিন বলেন, ‘ভাইয়ের মানসিক রোগ রয়েছে। এ জন্য তিনি এসব খেয়ে ফেলেছিলেন। এখন সুস্থ।’

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy