OMG! ৮ বছর আগে চুরি যাওয়া মোটরসাইকেল ব্যবহার করছে পুলিশ! দেখে অবাক অভিযোগকারী

মোটরসাইকেল চুরি হয়েছে আট বছর আগে। হঠাৎই সেই চুরি যাওয়া মোটরসাইকেলের ট্রাফিক লঙ্ঘনের জন্য জরিমানার কাগজ পৌঁছেছে মালিকের কাছে! শুধু তাই নয় বিশদে জানতে গিয়ে ওই ব্যক্তি জানতে পারেন তার চুরি যাওয়া মোটরসাইকেলটি গত আট বছর ধরে ব্যবহার করছে পুলিশ। চুরি যাওয়া বাইক খোঁজার দায়িত্ব যাদের, তারাই কি না গত আট বছর ধরে সেই বাইক দখল করে রেখেছে!
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের সবজারার এলাকায় এই ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

ইমরান জানান, তার হোন্ডা সিডি সেভেনটিন বাইকটি লাহোরের মুঘলপুরা এলাকা থেকে আট বছর আগে চুরি হয়। চুরির পর তিনি একটি মামলাও দায়ের করেছিলেন। কিন্তু বাইকটি কখনও পাওয়া যায়নি।

আট বছর পর, তিনি তার ঠিকানায় একটি ই-চালান পেয়েছেন। ই-টিকেটের ছবিতে দেখা গেছে যে পুলিশ সদস্যরা তার মোটরসাইকেলটি চালাচ্ছেন।

চকমপ্রদ এই তথ্য জানার পর চিফ সিভিলিয়ান পার্সোনেল অফিসারের (সিসিপিও) কাছে একটি অভিযোগ দায়ের করেছেন ইমরান। পুলিশদের কাছ থেকে তার মোটরসাইকেলটি উদ্ধার করে দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

তবে কীভাবে ইমরানের মোটরসাইকেলটি পুলিশের দখলে গেল সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

মার্চ মাসে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, লাহোরে অপরাধের মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মনে হচ্ছে।

পুলিশের নথি অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দুই দিনে সেখানে লুটপাটের শতিাধিক ঘটনা ঘটেছে। মার্চ মাসের শুরুতেও লাহোরে প্রায় ৩৫০টি লুটপাটের ঘটনা ঘটে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy