OMG! ৬০ মিনিটে রোগীর কিডনি থেকে ২০৬ পাথর অপসারণ, বড় সাফল্য পেলো চিকিৎসকরা

ভারতের হায়দরাবাদে এক ঘণ্টার অস্ত্রোপচারে রোগীর কিডনি থেকে ২০৬টি পাথর অপসারণ করা হয়েছে।

ছয় মাস ধরে প্রচণ্ড যন্ত্রণা ভুগছিলেন নালগোন্দা এলাকার ওই ৫৬ বছর বয়সি রোগী। স্থানীয় হাসপাতালগুলোতে এতদিন তাকে ব্যথা কমানোর ওষুধ দিয়ে আসছিল।

পরে তিনি ভিরামাল্লা রামলক্ষ্মীয়া নামে ওই রোগীকে হায়দরাবাদের অ্যাওয়ার গ্লেনিগলস গ্লোবাল হসপিটালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে বীরমাল্লার কিডনি থেকে ২০৬টি পাথর অপসারণ করেন চিকিৎসকরা।

হাসপাতালটির সিনিয়র কনসালট্যান্ট ইউরোলজিস্ট পুলা নবীন কুমার বলেন, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা ও আলট্রাসাউন্ড স্ক্যানে বীরমাল্লার বাঁদিকের কিডনিতে পাথর দেখা যায়। পরে সিটি কেইউবি স্ক্যানেও কিডনিতে পাথর থাকার বিষয়টি ধরা পড়ে।

চিকিৎসকরা জানান, তারা বিষয়টি নিয়ে বীরমাল্লার সঙ্গে কাউন্সেলিং করেন। অস্ত্রোপচারের জন্য তাকে প্রস্তুত করেন।

অ্যাওয়ার গ্লেনিগলস গ্লোবাল হাসপাতালে সম্প্রতি ঘণ্টাব্যাপী বীরমাল্লার অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের মাধ্যমে তার কিডনিতে থাকা সব পাথর অপসারণ করা হয়। তার কিডনিতে মোট ২০৬টি পাথর পাওয়া যায়।

চিকিৎসক পুলা নবীন বলেন, অস্ত্রোপচারের পর বীরমাল্লা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। পরে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy