প্রিয় তারকার জন্য নানা কাণ্ড ঘটিয়ে থাকেন ভক্তরা। স্পোর্টস কিংবা শোবিজ- সব অঙ্গনেই এমনটা দেখা যায়। এবার ২৬৪ কিলোমিটার পথ পায়ে হেঁটে রামচরণের বাড়িতে পৌঁছালেন এক ভক্ত।
রামচরণের এই ভক্তের নাম জয়রাজ। তার বাড়ি তেলেঙ্গানা রাজ্যের গাড়ওয়াল জেলায়। মজার বিষয় হলো- একটি উপহার নিয়ে এসেছেন জয়রাজ। আর তা হলো রামচরণের পোর্ট্রেট। যা জয়রাজ তৈরি করেছেন ধান দিয়ে; বিষয়টি আরো বিস্মিত করেছে রামচরণকে।
দক্ষিণী সিনেমার প্রযোজক শিবা চেরি জয়রাজের সঙ্গে তোলা কিছু ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন- গাড়ওয়াল এলাকায় ওই ব্যক্তির ধানের জমি রয়েছে। তার জমির ধান দিয়ে রামচরণের প্রতিকৃতি তৈরি করেছেন। নিজের শিল্পকর্ম প্রিয় তারকার হাতে তুলে দিতে ২৬৪ কিলোমিটার পথ পায়ে হেঁটে এসেছেন।
ছবিতে দেখা যায়, ভক্তের পাশে বসে তার শিল্পীকর্ম দেখছেন রামচরণ। শিল্পকর্মটির বিভিন্ন বিষয় রামচরণকে ব্যাখ্যা করছেন জয়রাজ। তার সঙ্গে ক্যামেরার সামনে পোজও দিয়েছেন রামচরণ।