OMG! ২০ বছরের প্রেমিকের হাত ধরে উধাও সাত সন্তানের মা, পুলিশ ডাকলেন স্বামী

কথায় আছে প্রেম কোনো বয়স মানে না, মানে না কোনো বাধা। স্বামী-সন্তানদের ফেলে ২০ বছর বয়সী প্রেমিকের হাত ধরে পালিয়ে গিয়ে সেই কথাটিই যেন প্রমাণ করলেন সাত সন্তানের জননী এক নারী। আর স্ত্রীকে ফিরে পেতে রীতিমতো পুলিশে ধর্ণা দিয়েছেন ওই নারীর স্বামী।

ভারতের মধ্যপ্রদেশের ছতরপুরে এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে।

পুলিশ জানায়, ওই নারীর খামারে কাজে করতেন এসেছিলেন ২০ বছর বয়সী ওই তরুণ। বাড়ি ছাড়ার সময় ফসল বিক্রির সব অর্থ ওই নারী নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন স্বামী।

ওই নারীর ৫৬ বছর বয়সী স্বামী জানান, তাদের সাত সন্তানের মধ্যে তিন মেয়ের বিয়ে হয়ে গেছে। পুলিশ অভিযোগ জানালেও স্ত্রীকে ফিরে পেতে চান স্বামী। ওই তরুণের গ্রেফতারেও দাবি জানিয়েছেন তিনি।

পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করলেও ‘প্রেমিক’ যুগলের হদিশ মেলেনি।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy