OMG! ২০ টাকার চায়ে ৫০ টাকা সার্ভিস চার্জ! IRCTC-র বিল নিয়ে বিতর্ক চড়মে

সাতসকালে চা খাওয়ার পর বিল দিতে গিয়ে অবাক হলেন যাত্রী। দেখলেন হাতে পাওয়া বিলের কাগজে চায়ের দাম ধরা হয়েছে মোট ৭০ টাকা। দিল্লি-ভোপাল গামী শতাব্দী এক্সপ্রেসে ভ্রমণকালে এমন কান্ড সামনে আসতেই তোলপাড় নেটদুনিয়া। সোশ্যাল মিডিয়ায় সেই চায়ের বিল আপলোড হতেই বেঁধে যায় হুলুস্থূল কান্ড।

জানাগেছে ঘটনাটি ঘটেছে ২৮ জুন শতাব্দী এক্সপ্রেসে ভ্রমণ করার সময়। জনৈক এক ব্যক্তি টুইটারে সেই বিল শেয়ার করে লিখেছেন “২০ টাকার চায়ের উপর ৫০ টাকা জিএসটি। সব মিলিয়ে এক কাপ চায়ের দাম ৭০ টাকা। এটা কি আশ্চর্যজনক ডাকাতি নয়?”

প্রসঙ্গত এর আগেও খাবারের দাম বেশি নেওয়ার অভিযোগ একাধিক বার উঠেছে IRCTC র বিরুদ্ধে। নেটিজেনরা বিল দেখে জানিয়েছেন এটা GST নয় সার্ভিস চার্জ আবার অনেকে নিজেদের দূরপাল্লার ট্রেনে এমন খারাপ অভিজ্ঞতটার কথা জানিয়েছেন।

উক্ত অভিযোগের ভিত্তিতে জানানো হয়েছে ২০১৮ সালে জারি করা একটি সার্কুলার টেনে এনে রেলের তরফে বলা হয়েছে খন কোনও যাত্রী রাজধানী বা শতাব্দীর মতো ট্রেনে ভ্রমণ করেন সেক্ষেত্রে রিজার্ভেশন করার সময় যেসব যাত্রীরা খাবার বুক করেন না তখন ট্রেনে খাবার অর্ডার করতে সংশ্লিষ্ট যাত্রীকে ৫০ টাকা সার্ভিস চার্জ ধার্য করা হয়। তা এক কাপ চায়ের ক্ষেত্রেও প্রযোজ্য।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy