
এক সঙ্গে দুই বোনের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে থাকে অনেক পরিবার। তবে একসঙ্গে তিন বোনের বিয়ের আয়োজন করে বিপাকে পড়েছে এক পরিবার।
ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলার আসলানা গ্রামে একই সময়ে তিন বোনের বিয়ের আয়োজন করা হয়েছিল। বিয়ের অনুষ্ঠানিকতা চলার মধ্যেই লোডশেডিং হয়।
বিয়ের মন্ত্র পাঠের সময় ঘটে বিপত্তি। বিবিসি উর্দুর বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, রমেশ লাল রোটিলা নামে এক ব্যক্তির তিন মেয়ে ও এক ছেলের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বোনেরা একই পোশাক পরেছিলেন। এই কারণেই বিভ্রান্তির সৃষ্টি হয়।
তবে বিদ্যুত চলে আসার পর বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর কনেদের নিজেদের নির্ধারিত বরদের সঙ্গে বসিয়ে ফের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়।