মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন। প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন। আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন। আর সেই তালিকা থেকে বাদ নেই সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটি।
বলিউড থেকে টলিউড বিভিন্ন সেলেব্রিটির ভিডিও ভাইরাল হয় বিভিন্ন সময়। সেলেব্রিটিদের মধ্যে অনেকেই আছেন যারা তাদের দুর্দান্ত নাচ ও গানের মাধ্যমে মাঝে মাঝেই ভাইরাল হয়ে যান সোশ্যাল মিডিয়ায়।
আর এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো একটি অনুপ্রেরণা মূলক ভিডিও। যে ভিডিও দেখে প্রমান পাওয়া যায় অদম্য ইচ্ছে শক্তি থাকলে মানুষ তার লক্ষ্যে ঠিকই পৌঁছে যায়। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে একটি পা দিয়েই লাফিয়ে লাফিয়ে স্কুলে যাচ্ছে এক বাচ্চা মেয়ে। শুধু তাই নয় প্রায় প্রতিদিনই ই কিমি লাফিয়ে লাফিয়ে স্কুলে যায় ওই বাচ্চা মেয়ে।
10 साल की सीमा के जज़्बे ने मुझे भावुक कर दिया। देश का हर बच्चा अच्छी शिक्षा चाहता है। मैं राजनीति नहीं जानता, इतना जानता हूँ कि हर सरकार के पास पर्याप्त संसाधन हैं।
सीमा जैसे हर बच्चे को अच्छी से अच्छी शिक्षा देना ही हर सच्चे देशभक्त का मिशन होना चाहिए, यही सच्ची देशभक्ति है। https://t.co/XI5stbpgSN
— Arvind Kejriwal (@ArvindKejriwal) May 25, 2022