OMG! ১ অটোরিকশায় চড়লেন ২৭ জন, দেখে হতভম্ব পুলিশ, করলেন জরিমানা

একটি অটোরিকশায় কত জন যাত্রী চড়তে পারেন? সর্বোচ্চ পাঁচ-ছয় জন। কিন্তু, ধারণা ও বাস্তবের সমস্ত হিসাব ওলটপালট করে দিল ভারতের উত্তরপ্রদেশের একটি অটোরিকশা। কারণ, ওই অটোরিকশায় চড়ে যাচ্ছিলেন মোট ২৭ জন।

গত রোববার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফতেহপুর জেলায়।

খুব দ্রুতগতিতে ছুটে আসা অটোরিকশাকে দেখে সন্দেহ হয় ফতেহপুরের একটি জনবহুল রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের। উচ্চগতির কারণেই প্রাথমিকভাবে অটোরিকশাটিকে দাঁড় করান ওই রাস্তায় কর্তব্যরত পুলিশকর্মীরা।

পুলিশের নির্দেশে রাস্তার একপাশে থমকে যায় অটোরিকশাটি। এবার অটোরিকশা থেকে সব যাত্রীদের নেমে আসতে অনুরোধ করে পুলিশ। আর, তখনই ছিল তাদের চমক লাগার পালা। অটোরিকশা থেকে একে একে নেমে আসেন চালকসহ মোট ২৭ জন।

পুলিশ সূত্রে খবর, ওই অটোরিকশাটি আটক করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক আইন লঙ্ঘন, যাত্রী নিরাপত্তা বিধি ভাঙায় অটোরিকশাটির চালককে ১১ হাজার ৫০০ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে।

এদিকে, একটি অটোরিকশা থেকে একে একে ২৭ জনের বেরিয়ে আসার ভিডিওটি এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়ছে ভিডিওটি।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy