ধর্ষণের শিকার এক কিশোরীর (১৭) সন্তান প্রসবের ঘটনায় ভারতের তামিলনাড়ুতে ১২ বছর বয়সি এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর দেওয়া হয়েছে।
থাঞ্জাভুর পুলিশ জানায়, ভুক্তভোগী ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী ওই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। ওই কিশোরী সম্প্রতি থাঞ্জাভুর জেলার সরকারি রাজাহ মিরাসুদার হাসপাতালে সন্তানের জন্ম দেয়। গত ১৬ এপ্রিল পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরে পুলিশ তদন্ত করে জানতে পারে ওই কিশোরীর সঙ্গে ১২ বছর বয়সি কিশোরের কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল।
থাঞ্জাভুর থানার পুলিশ কর্মকর্তা রাবিমাতি বলেন, আমরা ডিএনএ পরীক্ষা করে ওই কিশোরের বয়স নিশ্চিত হয়েছি। তদন্তে পুলিশ জানতে পারে, ১২ বছর বয়সি এক কিশোরের সঙ্গে বহু বছর ধরে সম্পর্কে রয়েছে সেই নাবালিকা। ওই নাবালক জানিয়েছে, ধর্ষণ নয়, বরং স্বেচ্ছায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ধর্ষণের অভিযোগ দায়ের না হলেও যেহেতু ওই অন্তঃসত্ত্বা হয়েছিল এক নাবালিকা, তাই পুলিশ পকসো আইনে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। আপাতত থাঞ্জাভর থানার মহিলা পুলিশ কিশোরটিকে গ্রেফতার করে একটি সরকারি হোমে রেখেছে।