OMG! ১২ ওভারে পড়লো ১৮ উইকেট, শেষে ম্যাচ হলো টাই, জেনেনিন বিস্তারিত

শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে অবিশ্বাস্য ঘটনার দেখা মিললো রোববার। দুই দল মিলে খেলেছে ১২ ওভার। যেখানে দুই দলই করেছে সমান ৩০ রান, হারিয়েছে সমান ৯টি করে উইকেট। ফলে ম্যাচটিও হয়েছে টাই। অবাক করার মতো ঘটনা ঘটেছে আইসিসির স্বীকৃত কুড়ি ওভারের ম্যাচেই।

কলম্বোর নন্দেস্ক্রিপ্ট ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে বৃষ্টির কারণে কালুতারা টাউন ক্লাব (কেটিসি) ও গল ক্রিকেট ক্লাবের (জিসিসি) মধ্যকার ম্যাচটি ইনিংসপ্রতি ৬ ওভারে নামিয়ে আনা হয়। যেখানে বোলারদের আধিপত্যে দুই ইনিংস মিলে ১২ ওভারেই পড়েছে ১৮টি উইকেট।

ম্যাচের প্রথম ইনিংসে আগে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০ রান করে গল ক্রিকেট ক্লাব। জবাবে কালাতুরা টাউন ক্লাবও ৬ ওভারে হারায় ৯ উইকেট। তাদের স্কোরবোর্ডেও জমা পড়ে ঠিক ৩০ রান। অর্থাৎ দুই দল মিলে ম্যাচে করতে পেরেছে মাত্র ৬০ রান।

আইসিসি স্বীকৃত কুড়ি ওভারের ম্যাচগুলোর মধ্যে অন্তত ১০ ওভার খেলা হওয়া কোনো ম্যাচে এটিই সর্বনিম্ন রানের রেকর্ড। ম্যাচের ১২ ওভারের মধ্যে মাত্র দুইটি ওভারে কোনো উইকেটের দেখা মেলেনি। উইকেটপ্রতি রান উঠেছে মাত্র ৩.৩৩ গড়ে। এটিও সর্বনিম্ন গড়ের রেকর্ড।

ব্যাটারদের দৈন্যদশার ম্যাচে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন কালুতরার বাঁহাতি স্পিনার ইনশাকা সিরিবর্ধনে। তিনি দুই ওভারে মাত্র পাঁচ রান খরচায় নিয়েছেন পাঁচটি উইকেট। এর মধ্যে একটি ওভারেই নিয়েছেন ৪ উইকেট। একমাত্র ব্যাটার হিসেবে দুই অঙ্ক ছুঁয়েছেন গলের কাওসিথা কোদিথুওয়াক্কু, করেছেন ১২ রান।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy