OMG! ১০…১০০…২৯০…,’ধনকুবের’ সাংসদের বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা ? জানলে চমকে উঠবেন

ঝাড়খণ্ডের রাজ্যসভার কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর ওডিশা এবং ঝাড়খণ্ডের বাড়ি থেকে মোট ৩০০ কোটি টাকা উদ্ধার করেছে ইনকাম ট্যাক্স বিভাগ। বুধবার থেকে শুরু হওয়া তল্লাশি অভিযানে এই বিপুল পরিমাণ নগদ উদ্ধার হয়। যা ভারতের সর্বোচ্চ কালো টাকা উদ্ধারের রেকর্ড।

ওডিশার বৌদ্ধ ডিস্টিলারি প্রাইভেট লিমিটেডের প্রাঙ্গণ থেকেই সবচেয়ে বেশি নগদ উদ্ধার হয়েছে। এই টাকা রাখা ছিল ছোট-বড় মিলিয়ে প্রায় ২০০টি ব্যাগে। ৪০টি টাকা গোনার মেশিন আনা হয়েছিল ইনকাম ট্যাক্স বিভাগের তরফে। তবে অধিকাংশই খারাপ হয়ে যায়। একাধিক গাড়িতে ট্রাঙ্ক বোঝাই সেই টাকা বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর।

ধীরজ সাহুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বান্টি সাহুর বাড়ি থেকেও উদ্ধার হয়েছে লাখ লাখ নগদ। যার অঙ্ক প্রায় ২০ কোটি।

ধীরজ সাহুর পারিবারিক ব্যবসা রয়েছে। বৌধ ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেডে নামে ব্যবসার অংশীদার দাদা বলদেবও। মদ বিক্রি করে থাকে সংস্থাটি। শুধু ঝাড়খণ্ড নয়, ওড়িশার বেশ কয়েকটি স্থানে রয়েছে সংস্থার শাখা অফিস।

কংগ্রেস সাংসদের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। এই ঘটনায় কার্যত মুখ কুলুপ এঁটেছে কংগ্রেস। এই বিষয়টি থেকে দূরত্ব বজায় রেখেছেন শীর্ষ নেতারা।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy