OMG! হাসপাতালের বিরিয়ানির বিল ৩ লাখ! দেখে চক্ষু চড়কগাছ কর্তৃপক্ষের

হাসপাতালে ভুতুড়ে বিল। বিলে কর্তৃপক্ষের সই-ও আছে। কিন্তু এখন কে সই করলেন, তাই নিয়ে চলছে দড়ি টানাটানি। হাসপাতালে বিরিয়ানির বিল থেকে বাগানের চারাগাছের বিল, সবই লাগামছাড়া! এমনই ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে।

রাজ্যের পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা হাসপাতালে এক মাসের বিরিয়ানির বিল ৩ লাখ রুপি! সেই হাসপাতালের বাগানে আবার চারাগাছের বিল ২ লাখ রুপি। কাটোয়া মহকুমা হাসপাতালে এমন ভুতুড়ে বিলের হিসেব কোটি রুপির কাছাকাছি। এমন বিল পেয়ে চক্ষু চড়কগাছ হাসপাতাল কর্তৃপক্ষের।

রোগী কল্যাণ সমিতি জানিয়েছে, দ্বিতীয়বার বিল পরীক্ষায় গরমিল ধরা পড়লে ঠিকাদারদের বিরুদ্ধে এফআইআর দায়ের হবে। ঠিকাদারদের পাল্টা প্রশ্ন, বিল ভুয়া হলে তাতে কী করে ওয়ার্ক ডান বলে সই করল হাসপাতাল কর্তৃপক্ষ?

কাটোয়ার বিধায়কের দাবি, কাটোয়া মহকুমা হাসপাতালের তত্কালীন পরিচালকের আমলে এই দুর্নীতি হয়েছে। সাবেক পরিচালকের দাবি, ওয়ার্ক ডান লেখার দায় তার নয়। প্রশ্ন উঠছে, ভুতুড়ে বিল তৈরিতে ঠিকাদারদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের একাংশ জড়িত কিনা। সেই নিয়েই চলছে ঠেলাঠেলি।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy