OMG! সেকেন্ড হ্যান্ড আলমারি কিনে খুললো ভাগ্য, ভেতরে মিললো এক কোটি টাকা

সেকেন্ড হ্যান্ড আলমারি কিনে বাড়িতে নিয়ে গিয়ে তা খুলতেই চক্ষু চড়কগাছ এক ব্যক্তির। আলমারির ভিতরে পাওয়া গেল এক কোটি টাকারও বেশি নগদ। অনলাইন সাইট ই-বে থেকে আলমারিটি কেনেন তিনি। ওই ব্যক্তির নাম থমাস হেলার। তিনি জার্মানির বিটারফিল্ডের বাসিন্দা।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-এর প্রতিবেদনে বলা হয়েছে, রান্নাঘরে জিনিসপত্র রাখার জন্য থমাস একটি সেকেন্ড হ্যান্ড আলমারি কেনেন। তার জন্য তিনি ১৯ হাজার টাকা দেন। কিন্তু সেটি খুলতেই কপালে উঠে যায় চোখ।

জানা গিয়েছে, ওই আলমারির ভিতর থেকে তিনি দুটি বাক্স পান, আর সেগুলি খুলে দেখেন তার মধ্যে রয়েছে মোট ১ কোটি ১৯ লক্ষ টাকা। তবে সেই টাকা থমাস নিজে না নিয়ে পুলিশের কাছে জমা দেন, যাতে সেটি তার আসল মালিকের কাছে পৌঁছায়।

পুলিশ তদন্ত নেমে জানতে পারে যে ওই টাকা হলি সিটিতে বসবাসকারী ৯১ বছর বয়সি এক বৃদ্ধার। তার নাতি ওই আলমারিটি বিক্রি করে দেন। কিন্তু তাতে যে নগদ টাকা ছিল তা তিনি জানতেন না।

প্রসঙ্গত, জার্মানিতে ১ হাজারের বেশি হারিয়ে যাওয়া অর্থ নিজের কাছে রাখা অপরাধ হিসেবে গণ্য হয়। এমনকি দোষী সাব্যস্ত হলে তিন বছরের জেলও হতে পারে। তবে সেই আইনে এও রয়েছে, যদি কেউ সততার সঙ্গে টাকা ফেরত দেন তাহলে তাকে পুরস্কৃত করা হবে। সেই অনুযায়ী মোট টাকার ৩ শতাংশ থমাসকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে। অর্থাৎ সাড়ে তিন লাখেরও বেশি টাকা পেয়েছেন থমাস।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy