OMG! সাগরে জাহাজ ডুবে ১৬,০০০ ভেড়ার মৃত্যু, উদ্ধারে নামলো নিরাপত্তা কর্মীরা

লোহিত সাগরে সুদানের একটি জাহাজ ডুবে প্রায় ১৬ হাজার ভেড়ার মৃত্যু হয়েছে। জাহাজটি সৌদি আরবের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। তবে জাহাজের ক্রুরা বেঁচে গেছেন বলে জানিয়েছে দেশটির বন্দর কর্মকর্তারা।
রোববার (১২ জুন) ভোরে লোহিত সাগরের সুয়াকিন বন্দরের কাছে জাহাজডুবির এই ঘটনা ঘটে। ধারণ ক্ষমতার চেয়ে কয়েক হাজার বেশি পশু বোঝাই করার কারণে জাহাজটি ডুবে যায়।

সুদানের জ্যেষ্ঠ একজন বন্দর কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপি’কে বলেছেন, বদর ১ নামের জাহাজটি রবিবার ভোরের দিকে ডুবে গেছে। জাহাজটিতে ১৫ হাজার ৮০০ ভেড়া ছিল; যা ধারণ ক্ষমতার তুলনায় অনেক বেশি।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, জাহাজটিতে করে মাত্র ৯ হাজার ভেড়া পরিবহন করার কথা ছিল। অন্য আরেকজন কর্মকর্তা বলেছেন, জাহাজের সব ক্রুকে উদ্ধার করা হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনার অর্থনৈতিক এবং পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

ওই কর্মকর্তা বলেন, ডুবে যাওয়া জাহাজ বন্দরের কার্যক্রমে প্রভাব ফেলছে। জাহাজে বহন করা বিপুলসংখ্যক প্রাণীর মৃত্যু পরিবেশের ওপর প্রভাব ফেলবে।

এর আগে, গত মাসে সুদানের সুয়াকিন বন্দরের একটি কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কয়েক ঘণ্টার সেই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বন্দরের। তবে কী কারণে অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটেছিল তা পরিষ্কার নয়। অগ্নিকাণ্ডের কারণ জানতে সেই সময় কমিটি গঠন করা হলেও এখনও তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট ইউকে

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy