OMG! সাইকেল উল্টে রাস্তায় পড়ে গেলেন রাষ্ট্রপতি! তাকে তুলতে দৌড়ে এলো সকলে

আমেরিকার ডেলাওয়ারে প্রদেশে সৈকত সংলগ্ন নিজের বাড়ির কাছে স্থানীয় সময় শনিবার সকালে সাইকেল চালাতে গিয়ে পড়ে গেলেন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে অবশ্য বড় ধরনের কোনও চোট-আঘাত লাগেনি তার। এ সময় তার সঙ্গী ছিলেন ‘ফার্স্ট লেডি’ জিল বাইডেনও।
বিয়ের ৪৫ বছর উদযাপন উপলক্ষ্যে গত শুক্রবার ডেলাওয়ারে নিজ বাড়িতে যান বাইডেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই সাইকেল চালানোর ভিডিও ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, পুরো পথ সাইকেল চালিয়ে এসে দাঁড়ানোর জন্য মাটিতে পা রাখতে গিয়েই ধপাস করে মাটিতে পড়ে যান ৭৯ বছর বয়সি প্রেসিডেন্ট!

অবশ্য পড়ার সঙ্গে সঙ্গে নিজেই উঠে পড়ে সকলকে আস্বস্ত করে বলেছেন, ‘আমি ভাল আছি।’ পরে অবশ্য বাইডেন বাকি দিনটি নিজের পরিবারের সঙ্গেই কাটিয়েছেন।

তবে নেটমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়তেই হাজার-হাজার লাইক পড়তে থাকে। লাইকের এই ঢল দেখে কেউ কেউ প্রশ্ন করছেন, এ কেমন আচারণ! কেউ পড়ে গেলে বুঝি লাইক দিতে হয়!

কেউ আবার সরস মন্তব্য করেছেন, এ নির্ঘাৎ পুতিনের কারসাজি!

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy