OMG! সম্পূর্ণ নগ্ন হয়ে পথে পথে ঘুরে বেড়়ালেন এক ঝাঁক সাইকেল আরোহী, কিন্তু কেন?

সম্প্রতি ইংল্যান্ডের রাস্তায় হয়ে গেল ‘ওয়ার্ল্ড নেকেড বাইক রাইড’। কারঘ শরীরে রং করা, কারঘ বা তা-ও নেই। সম্পূর্ণ নগ্ন হয়ে একসঙ্গে প্রায় কয়েকশো সাইকেল আরোহী ঘুরে বেড়়ালেন পথে পথে।
এই কর্মসূচির অন্যতম লক্ষ্য মানুষকে বিশ্ব উষ্ণায়ন নিয়ে সচেতন করা। এছাড়াও সাইকেল চালানোর উপকারিতা এবং প্রয়োজনীয়তার বিষয়ে সবাইকে অবগত করতে এই পদক্ষেপ।

অত্যধিক হারে বেড়েছে গাড়ির ব্যবহার। পরিবেশের উপর তার প্রভাব পড়ছে। ফলে পরিবেশ বাঁচাতে গাড়ির বদলে সাইকেলের ব্যবহার বৃদ্ধি করাই এই উদ্যোগের কারণ। সাইকেল চালালে জীবাশ্ম জ্বালানির ব্যবহারও কম হবে।

এই কর্মসূচিতে অংশ নেয়া প্রত্যেক সদস্যেই ছিলন নগ্ন। গায়ে একটি সুতাও নেই। বিভিন্ন রং দিয়ে নিজেদের শরীর ঢেকে নিয়েছেন অনেকে। ২০০৪ সালে শুরু হয় এই ‘নেকেড বাউক রাইড’। লন্ডন ছাড়াও আমেরিকা, মেক্সিকো, মাদ্রিদ, টরন্টোর মতো আরো অন্যান্য জায়গার মানুষ এমন কর্মসূচিতে সামিল হয়ে থাকেন।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy