OMG! রেস্টুরেন্টের খাবারে মিললো সাপের চামড়া, পার্সেল খুলে চমকে গেল গ্রাহক

ভারতের কেরালার একটি রেস্টুরেন্ট থেকে খাবারের পার্সেল অর্ডার করেন এক গ্রাহক। পরে সেটি খুললে খাবারের মধ্যে সাপের চামড়া দেখতে পান তিনি। এরপর অভিযোগ জানালে সম্প্রতি সেই হোটেল বন্ধ করে দেয় নগর কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটে গত ৫ মে। একজন মহিলা ও তার মেয়ে ওই হোটেল থেকে খাবারের অর্ডার করেন। জানা গেছে, তিরুবনন্তপুরমের নেদুমাঙ্গাদু এলাকার একটি হোটেল থেকে তিনি যে পরোটা কিনেছিলেন তা প্যাক করতে ব্যবহৃত কাগজে মোড়ানো ছিল সাপের চামড়া। দুপুরের খাবারের জন্য দুই টুকরো পরোটা (এক ধরনের ফ্ল্যাটব্রেড) এবং কিছু সস কিনেছিলেন প্রিয়া নামে ওই মহিলা । যখন তার মেয়ে তার অংশের খাবার শেষ করে ফ্ল্যাটব্রেড খেতে শুরু করেছিল, তখন সে মোড়কের কাগজে সাপের চামড়ার একটি অংশ দেখে ফেলে। দ্রুত প্রিয়া বিষয়টি পুলিশকে জানান।

অভিযোগের পর নগর কর্তৃপক্ষ ওই হোটেলের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। হোটেলটি পরিদর্শন করে স্থানীয় এক খাদ্যবিষয়ক কর্মকর্তা বলেন, সেখানে নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করা হতো।

সূত্র: এনডিটিভি

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy