OMG! যৌনরোগে আক্রান্ত হলেন গাড়িতে, ক্ষতিপূরণ দিতে হলো বিমা কোম্পানিকে

সঙ্গীর গাড়িতে যৌন মিলনের পর হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) যৌনরোগে আক্রান্ত হন যুক্তরাষ্ট্রের এক নারী। এ কারণে তিনি বিমা কোম্পানির কাছ থেকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেন। মামলাটি আদালত পর্যন্ত গড়ালে বিমা কোম্পানিকে ৫২ লাখ মার্কিন ডলার বা প্রায় ৫০০ কোটি টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের বাসিন্দা ওই নারী জানান, সঙ্গীর সঙ্গে গাড়িতেই সঙ্গম করেন তারা। কিন্তু তার সঙ্গী আগে থেকেই হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) ভাইরাসে আক্রান্ত থাকার কথা গোপন করেন। এর পর থেকেই তিনি এই ভাইরাসে সংক্রমিত হন।

আক্রান্ত হওয়ার পর গাড়ির বিমা কোম্পানি গেইকোর কাছে ২০২১ সালের ফেব্রুয়ারিতে ৯৯ লাখ ডলার ক্ষতিপূরণের দাবি করেন অই নারী। কিন্তু বিমা কোম্পানি এটা তাদের নিয়ম বহির্ভূত বলে এই দাবি প্রত্যাখ্যান করেছে।

২০১৭ সালে যৌনরোগে আক্রান্ত হওয়ার পর থেকে সুস্থ হওয়া পর্যন্ত তার সকল চিকিৎসা ব্যয় এবং শারীরিক ও মানসিক যন্ত্রণার কথা উল্লেখ ক্ষতি পূরণ দাবি করেন ওই নারী।

ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি সুরাহা করার জন্য ওই নারী প্রথমে গেইকো নামে ওই বিমা কোম্পানিকে একটি প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তাঁর ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে গেইকো আদালতে যায়। আদালত ওই নারীকে ৫২ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। এ সপ্তাহে মিজৌরির আপিল আদালত আগের রায়ই বহাল রাখেন।

আদালতের নথিতে বলা হয়, বিমাকৃত গাড়িটির মালিকের এইচপিভি আক্রান্ত থাকার কথা আগে থেকে জানানো উচিত ছিল। কিন্তু তিনি তা না জানিয়ে গোপন করেছেন।

Crazy damages claims like this are a big part of why car insurance costs so much

— Elon Musk (@elonmusk) June 10, 2022

এ ঘটনা নিয়ে টুইটারে সমালোচনা করেছেন বিশ্বের শীর্ষ ধনী ও টেসলার সিইও ইলন মাস্ক। তিনি বলেন, মূর্খের মতো এসব ক্ষতিপূরণ দাবির কারণে গাড়ির বিমা খরচ বেশি হয়। পাগলের মতো এমন ক্ষতিপূরণ দাবি করার জন্য আইনি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা হওয়া উচিত।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy