OMG ! মুক্তির আগেই রাম চরণের সিনেমার ব্যবসা ১৩১ কোটি!

বাবা-ছেলে—মেগাস্টার চিরঞ্জীবী ও রাম চরণের নতুন সিনেমা ‘আচার্য’ মুক্তি পাচ্ছে আগামীকাল। প্রেক্ষাগৃহের ব্যবসায়ে এরই মধ্যে ভালো সংগ্রহ সিনেমাটির। কারণ, সিনেমার কেন্দ্রীয় ভূমিকায় বাবা-ছেলে জুটি।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, ‘আচার্য’ সিনেমার প্রেক্ষাগৃহ-স্বত্ব বিক্রি হয়েছে ১৩১.২০ কোটি রুপিতে, যা তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রিতে অন্যতম সর্বোচ্চ।

খবরে প্রকাশ, অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যে টিকেটের বাড়তি দাম প্রভাব ফেলবে বক্স অফিসে।

২০১৯ সালের অক্টোবরে সিনেমাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ২০২০ সালের জানুয়ারিতে প্রধান অংশের শুট শুরু হয়। তবে করোনা মহামারির কারণে শুটিংয়ে বিলম্ব হয়। আগামীকাল বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।

অ্যাকশন-সোশ্যাল ড্রামা ‘আচার্য’ নির্মাণ করেছেন কোরাতালা শিবা। এতে চিরঞ্জীবী-রাম চরণ ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন পূজা হেজ ও সোনু সুদ।

টাইমস অব ইন্ডিয়ার খবর, চলতি বছরের অন্যতম বহুল প্রতীক্ষিত ‘আচার্য’ সিনেমার বাজেট ১৪০ কোটি রুপি। এতে আরও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, পোসানি কৃষ্ণ মুরালি ও অজয়।

মাটিনি এন্টারটেইনমেন্ট ও কোনিডেলা প্রডাকশন কোম্পানির ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন নিরঞ্জন রেড্ডি ও রাম চরণ।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy