OMG! মা-ছেলে মিলে খেলতো ‘আইপিএল জুয়া’, পর পর ম্যাচ হেরে চরম সিধান্ত নিলো মা -ছেলে

মা ও ছেলে মিলে পছন্দ করতো ক্রিকেট খেলা। তারা দুজন এক সাথে বসে নিয়মিত দেখতো আইপিএল ম্যাচ। আর ম্যাচ দেখা কালীন তাদের প্রায়ই মিলে যেত প্রেডিকশন। আর সেই প্রেডিকশন গুলো মিলে যেতেই মাথায় চলে আসে তাদের বুদ্ধি।

তারা দুজন মিলে বুদ্ধি করে তাদের যে ধার -দেনা রয়েছে তা বেটিং করে জিতে শোধ দিয়ে দেবেন সহজেই। কিন্তু বুদ্ধি অনুযায়ী বেটিং শুরু করলে তাদের উপর ভাগ্য বিরূপ হয়, তারা যে ম্যাচেই বেটিং করতো সেই ম্যাচেই হেরে যেত। তারফলে ধারের বোঝা কমার বদলে উল্টে বেড়ে গিয়েছিলো। নিরুপায় হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চরম সিধান্ত নেয় মা ও ছেলে।

ঘটনাটি ঘটেছে ওড়িশার এক জেলায়। জানা গেছে মেয়ের বিয়ে দিয়ে ঋণ গ্রস্ত হয়ে পড়েন তারা। আর সেই ঋণের জাল থেকে মুক্ত হতেই মা ও ছেলে মিলে করেন এই বুদ্ধি। পাওনাদারদের থেকে বাঁচতেই সহজে টাকা উপার্জনের পথ হিসেবে বেছে নেন তারা আইপিএল ম্যাচ বেটিং কে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy