OMG! মাঝ আকাশে ১৮৫ আরোহী বাহি বিমান, আচমকাই লাগলো আগুন

মাঝ আকাশে দিল্লিগামী স্পাইস জেটের একটি যাত্রীবাহী বিমানে আগুন লাগার খবর পাওয়া গেছে। বিমানটিতে তখন ১৮৫ জন যাত্রী ছিল।

আগুন লাগার পরপরই দ্রুত অবতরণ করায় ক্রুসহ যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেয়েছে।

আজ রোববার স্পাইস জেটের বিমানটি ক্রুসহ ১৮৫ যাত্রী নিয়ে পাটনা থেকে দিল্লির উদ্দেশে ছেড়ে যায়। মাঝ আকাশেই হঠাৎ বিমানের সঙ্গে পাখির ধাক্কা লাগলে বাঁ পাশের ইঞ্জিনে আগুন ধরে। কর্তৃপক্ষ জানিয়েছে, এতে দ্রুত নিরাপদে বিহারে অবতরণ করানো হয় বিমানটিকে।

এভিয়েশন নিয়ন্ত্রক ডিজিসিএ সূত্র জানিয়েছে, বিমানটিতে একটি পাখির আঘাত লাগে। এমন ঘটনার কারণে প্রায়ই ইঞ্জিনে আগুন লেগে যায়। পাইলট ইঞ্জিন বন্ধ করে নিরাপদে অবতরণ করান বিমানটিকে।

সূত্রের খবর, টেক-অফের পরই এসজি৭২৫ মডেলের বিমানের ডানায় প্রথমে আগুন দেখতে পান স্থানীয়রা। তারপরই বিমানবন্দরে খবর দেওয়া হয়। সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। পাটনার কর্মকর্তা চন্দ্রশেখর সিং বলেন, ‘বিমানটি নিরাপদে অবতরণ করেছে। সবাই নিরাপদে আছেন।’

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy