OMG! মহিলাকে মারতে মারতে তোলা হলো গাড়িতে, দেখে দাঁড়িয়ে দেখলেন পথচারীরা

এক নারীকে প্রকাশ্যে মারধর করতে করতে জোর করে গাড়িতে তুললেন যুবক। তার সঙ্গী থেকে চালক, কেউ কোনো প্রতিবাদ করলেন না। পথচারীদের কেউ এগিয়ে এসে নারীকে বাঁচানোর চেষ্টাও করলেন না।
ভারতের দিল্লিতে এ ঘটনার ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, ব্যস্ত রাস্তায় এক ব্যক্তি জোর করে নারীকে মারতে মারতে গাড়িতে তুলছেন। ওই ব্যক্তির পায়ে জুতা নেই। পাশে দাঁড়িয়ে রয়েছেন আর একজন। তিনি চুপচাপ সব দেখছেন।

দিল্লি পুলিশের ডেপুটি কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিডিও দেখে পুলিশ নিজ থেকে শনিবার রাতে তদন্ত শুরু করেছে।

গাড়ির নম্বর দেখে তার মালিকের ঠিকানা চিহ্নিত করেছে পুলিশ। গুরুগ্রামে সেই মালিকের বাড়িতে গিয়েছে পুলিশের একটি দল। শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ শেষ বার গাড়িটিকে দেখা গিয়েছিল গুরুগ্রামের ইফকো মোড়ের কাছে। ক্যাব এবং তার চালককেও খুঁজে বার করেছে পুলিশ।

অ্যাপের মাধ্যমে রোহিণি থেকে বিকাশপুরী যাওয়ার জন্য গাড়িটি ভাড়া করা হয়েছিল। পথে মারধর করে ওই নারীকে গাড়িতে তোলা হয়। নারীসহ গাড়ির তিনজনকে খুঁজছে পুলিশ।

সূত্র: আনন্দবাজার

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy