OMG! বিয়ের উপহারের প্যাকেট হাতে নিতেই ঘটলো ‘বিস্ফোরণ’, অতঃপর…

বিয়েতে আসা অতিথিরা নতুন বর-কনের জন্য শুভেচ্ছাস্বরূপ উপহার নিয়ে আসেন। বিয়ের পর নবদম্পতি ও তাদের স্বজনরা বেশ আগ্রহের সঙ্গে সেসব উপহারের প্যাকেট খোলেন। তবে এই উপহারের প্যাকেট খুলতে গিয়ে নিজের প্রাণটাই খোয়াতে বসেছেন এক নববিবাহিত যুবক। উপহারের প্যাকেট খোলার সময় সেটি বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হয়েছেন তিনি।

ভারতের গুজরাটে এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, লতিশ গাভিত নামে ওই যুবক চলতি মাসের ১২ তারিখে বিয়ে করেন। বিয়েতে আগত বন্ধুবান্ধব ও স্বজনরা নবদম্পতিকে বিভিন্ন উপহার দেন। গত মঙ্গলবার ওইসব উপহার খোলার সময় একটি প্যাকেট বিস্ফোরিত হয়ে তার হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া তার মুখ ও চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তার শরীরের উপরের অংশেও গুরুতর জখম রয়েছে।

এ সময় লতিশের পাশে থাকা তার তিন বছরের ভাতিজাও গুরুতর আহত হন। তারা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

ওই উপহারের প্যাকেটটি লতিশের শ্যালিকার প্রাক্তন প্রেমিক রাজু দেশমুখ দিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পরিবারের সদস্যদের দেওয়া অভিযোগের ভিত্তিকে পুলিশ সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy