OMG! বদলির নির্দেশ ঠেকাতে ২৪ জন ছাত্রীকে ঘন্টার পর ঘন্টা আটকে রাখলো দুই শিক্ষিকা

বদলির নির্দেশ আসার পর ছাত্রীদের জিম্মি করে তা পরিবর্তনের চেষ্টা করেছেন ভারতের উত্তর প্রদেশের লখিমপুর খেরি জেলার কস্তুর্বা গান্ধী বালিকা বিদ্যালয়ের দুই শিক্ষিকা।

অভিযোগ উঠেছে, বদলির নির্দেশ আটকাতে অন্তত ২৪ জন ছাত্রীকে বিদ্যালয়ের ছাদে ঘণ্টার পর ঘণ্টা আটকে রেখেছিলেন ওই দুই শিক্ষিকা। জেলা প্রশাসনকে চাপ দিতেই এ কাজ করেছেন বলে দাবি তাদের।

গত বৃহস্পতিবার রাতের ওই ঘটনায় হৈচৈ পড়ে গেছে পুরো এলাকায়।

শেষ পর্যন্ত পুলিশ ও কর্মকর্তারা ছাত্রীদের উদ্ধার করেন। জেলার শিক্ষা কর্মকর্তা লক্ষ্মীকান্ত পাণ্ডে বলেছেন, বদলির নির্দেশ এসেছিল দুই শিক্ষিকার। কিন্তু তা বাতিল করার জন্যই ছাত্রীদের আটকে রেখে জেলা প্রশাসনকে চাপে রাখতে চেয়েছিলেন দুই শিক্ষিকা।
দুই অভিযুক্ত শিক্ষিকা মনোরমা মিশ্র ও গোল্ডি কাটিয়ারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুরো ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তিন দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে।

তদন্তে দোষী প্রমাণ হলে দুই শিক্ষিকার বিরুদ্ধে কড়া শাস্তির ইঙ্গিত দেওয়া হয়েছে। এমনকি চাকরিও চলে যেতে পারে দুই শিক্ষিকার।
সূত্র : এনডিটিভি।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy