OMG: পেটে ব্যথা, অস্ত্রোপচারে বের হলো ২৩৩ মুদ্রা, ব্যাটারি, স্ক্রু ও কাঁচ, হতবাক চিকিৎসকরা

তুরস্কে এক যুবকের পেটে ২৩৩টি মুদ্রা, ব্যাটারি, স্ক্রু ও কাঁচের টুকরো খুঁজে পেয়ে হতবাক হয়েছেন চিকিৎসকরা।

এক প্রতিবেদনে জানা যায়, ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি পেটে তীব্র ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। কোনোভাবেই ব্যথা কমছিল না।

পরে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকের চোখ কপালে ওঠে। আল্ট্রাসাউন্ড এবং এক্স-রে ব্যবহার করে এন্ডোস্কোপি করে দেখা যায় তার পেটে অস্বাভাবিক ও ধাতব জিনিসপত্র রয়েছে। চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন জরুরি অস্ত্রোপচারের। পরে অস্ত্রোপচার করে একে একে ২৩৩টি ধাতব মুদ্রা ও নখ, ব্যাটারি, চুম্বক, ধাতব স্ক্রু, কাঁচের টুকরা বের করে আনেন।

শল্যচিকিৎসক বেনিসি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা ওই ব্যক্তির পাকস্থলী পুরোপুরি পরিষ্কার করেছি।’ এই অস্ত্রোপচার তার জীবনে মাইলফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, ‘সচরাচর এমন ঘটনা দেখা যায় না। যা-ও দু-একজন রোগী আসেন, তারাও শিশু, কারাবন্দি ব্যক্তি, নির্যাতনের শিকার ব্যক্তি বা মানসিকভাবে সুস্থ নন, এমন মানুষ। কিন্তু তার মতো পুরোপুরি সুস্থ-স্বাভাবিক ও প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তির এমন অবাক করা সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে আসা বিরল।’

তবে তুরস্কের ওই ব্যক্তি কেন ও কীভাবে ২৩৩টি ধাতব মুদ্রা, নখ, ব্যাটারি, চুম্বক, ধাতব স্ক্রু, কাঁচের টুকরা খেলেন, সে ব্যাপারে জানা যায়নি। চিকিৎসকেরা শুধু জানিয়েছেন, অস্ত্রোপচারের পর সুস্থ আছেন তিনি।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy