OMG! পুরুষের অ্যাকাউন্টে ঢুকছে ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র টাকা, শোরগোল শুরু প্রশাসনের অন্দরে

সম্প্রতি সামনে এসেছে স্কুল শিক্ষক নিয়োগের দুর্নীতি। হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যে তদন্তে নেমেছে সিবিআই। শিক্ষার পর নিয়োগ কেলেঙ্কারির খবর সামনে এসেছে স্বাস্থ্যেও। আর এবার উঠে এলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেও দুর্নীতির ঘটনা। অভিযোগ উঠে আসছে মহিলাদের জন্য নির্ধারিত এই প্রকল্পের টাকা ঢুকছে পুরুষের একাউন্টে। আর এমনি ঘটনার খবর উঠে এসেছে আলিপুর দুয়ার থেকে। ওই ঘটনায় ইতিমধ্যে শোরগোল পরে গেছে প্রশাসনের অন্দরেই।

প্রশাসন ও স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানাগেছে ‘দুয়ারের সরকারে’র শিবিরে গিয়ে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের জন্য ফর্ম ফিলাপ করেছিলেন আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের পশ্চিম কাঠালবাড়ি এলাকার বাসিন্দা অলোকা বর্মণ। তফশিলি এই মহিলার মাসে একহাজার টাকা প্রাপ্য৷ আবেদনের পরও তিন মাস অতিক্রান্ত৷ অ্যাকাউন্টে টাকা না ঢোকায় ওই মহিলা বিডিও অফিসে লিখিত অভিযোগ জানান৷ এরপরই জানা যায়, ওই মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে রথীন বর্মণ নামে এক ব্যক্তির আকাউন্টে এবং নিয়মিত তিনি সেই টাকা অ্যাকাউন্ট থেকে তুলে নিচ্ছেন নিয়মিত ভাবে প্রতিমাসেই।

উক্ত বিষয় সামনে আসতেই শুরু হয়েগেছে শোরগোল। সোমবার ওই অভিযুক্ত ব্যক্তিকে ব্লক অফিসে ডেকে করা হয়েছে জিজ্ঞাসাবাদ। যদিও অভিযুক্ত দাবি করে বলেন ‘‘আমি কোনও জালিয়াতি করিনি৷ তবে সরকারি বহু প্রকল্পের টাকায় তো অ্যাকাউন্টে ঢোকে৷ তেমনই কোনও প্রকল্পের টাকা আমার অ্যাকাউন্টে এসেছে বলে ভেবেছিলাম৷ জানতাম না ওটার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা৷’’

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy