OMG! নিজ ফ্ল্যাটে মিলল অভিনেত্রীর ঝুলন্ত লাশ, বাড়ছে অভিনেত্রীদের রহস্যজনক মৃত্যু

ভারতীয় অভিনেত্রীদের রহস্যজনক মৃত্যু যেন বেড়েই চলছে। মাত্র কয়েক দিনের ব্যবধা নেই তিনজন অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। সাহানা ও পল্লবীর পর এবার সেই তালিকায় যুক্ত হলো দক্ষিণী অভিনেত্রী শেরিন সেলিন ম্যাথিউর নাম।

জানা গেছে, অভিনেত্রীর নিজের ফ্ল্যাটেই পাওয়া গেছে তার ঝুলন্ত মরদেহ। মঙ্গলবার সকালে কেরালার এডাপ্পলি শহরের চাক্কারাপারম্বুতের ভাড়া বাসায় শেরিনের রুমমেটরা তাকে সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পায়।

ভারতীয় সংবাদমাধ্যমকে তারা জানান, কয়েক দিন ধরে বন্ধুদের সঙ্গে বাদানুবাদ চলছিল শেরিনের। এ কারণে বিষণ্নতায় ভুগছিলেন তিনি।

আরও জানা গেছে, ২৬ বছর বয়সি এই মডেল একজন রূপান্তরিত নারী ছিলেন। পাঁচ বছর ধরে কেরালায় বাস করছিলেন তিনি। এরই মধ্যে তথ্য পেয়ে ভারতীয় পুলিশ তার ঘনিষ্ঠ বন্ধুদের (যাদের সঙ্গে মনোমালিন্য চলছিল) জবানবন্দি নিয়েছে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, শেরিন আত্মহত্যা করেছেন। পুলিশ তার অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা দায়ের করেছে। তদন্ত চলছে।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy