
বাবার পকেটের টাকা চুরি করে প্রেমিকাকে বিভিন্ন উপহার কিনে দেওয়ার ঘটনা নতুন নয়। কিন্তু নিজের ১ মাস বয়সী নাতনিকে চুরি করে প্রেমিকাকে উপহার করার নজির বোধহয় বেশি নেই। সেই অনন্য নজিরই স্থাপন করলেন এই ব্যক্তি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ভারতের উত্তরপ্রদেশের বিজনৌরে এই ঘটনা ঘটে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মোহাম্মদ জাফর নামে ওই ব্যক্তির এক নিঃসন্তান বিবাহিত নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। প্রেমিকা তার কাছে একটি শিশু দত্তক নেওয়ার ইচ্ছা প্রকাশ করলে জাফর বিজনৌরে নাগিনায় তার ছেলের শ্বশুরবাড়ি থেকে সদ্যোজাত নাতনিকে চুরি করার সিদ্ধান্ত নেন।
বিজনোরের এসপি ধরমবীর সিং বলেন, কাসেম আহমেদ তার চার সন্তান ও স্ত্রীর সঙ্গে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। ২০ এপ্রিল সকালে তার সদ্যোজাত মেয়েকে খুঁজে না পেয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে কাসেমের শ্বশুর জাফরকে শনাক্ত করেন।
জাফর পুলিশকে জানিয়েছেন, বছর তিনেক আগে প্রতিবেশী ওই নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এক মাস আগে জাফর তার মেয়েকে তার একটি সন্তানকে ত্যাগ করতে বলেন। স্বাভাবিকভাবেই মেয়ে তাতে রাজি হননি বলে জানিয়েছেন এসপি।
এই ঘটনায় পুলিশ জাফরকে গ্রেফতার করেছে। জাফর, প্রেমিকা, প্রেমিকার স্বামীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।