OMG! দাম চাওয়ায় গায়ে ঢেলে দেওয়া হলো কেটলি ভর্তি ফুটন্ত চা, হামলাকারী পলাতক

চা দেওয়ার পর দাম চান বিক্রেতা। এতেই ঘটে বিপত্তি। দাম চাওয়ায় বিক্রেতার গায়ে কেটলির ফুটন্ত গরম চা ঢেলে দিয়েছেন এক ডাব বিক্রেতা। সোমবার (১৮ এপ্রিল) বিকেলে ঘটনাটি ঘটে ভারতের আসানসোল দক্ষিণ থানা সংশ্লিষ্ট সিটি বাসস্ট্যান্ডের কাছে।

জানা গেছে, গুরুতর দগ্ধ চা বিক্রেতা দেবেন্দ্র মোদীকে আসানসোল জেলা হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার বাড়ি রেলপাড়ের কোয়ারি মহল্লায়। দেবেন্দ্র মোদীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। হামলাকারীকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে এলাকায় ওই যুবক এভাবেই দীর্ঘদিন ধরে মানুষকে বিরক্ত ও মস্তানি করে বেড়াত। নিজেকে বড় মস্তান বলে বলে অভিহিত করতো। আর সেই মস্তানি দেখতে গিয়েই চা বিক্রেতার সাথে করেছে এমন কাজ। পরে পরিস্থিতি বেগতিক দেখে সেই স্থান থেকে পালিয়ে যায় যুবক। পুলিশ এই মুহূর্তে তাকে ধরার জন্য তল্লাশি শুরু করেছে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy