OMG! ঝড় ও বজ্রপাতে ৩৩ জনের মৃত্যু, তান্ডবে অসহায় হয়ে পড়েছে বাংলার প্রতিবেশী রাজ্য

ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের ১৬ জেলায় ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টিতে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারপ্রতি চার লাখ রুপি করে সাহায্যের আশ্বাস দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী নিতিশ কুমার।

পাশাপাশি ফসল ও ঘরবাড়ির ক্ষতি নির্ণয় করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে। খবর এনডিটিভির।

ঝড়ে লন্ডভন্ড পরিস্থিতির কথা বিবেচনা করে দুঃখপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘বিহারের বেশ কয়েকটি জেলায় বজ্রপাত ও প্রবল ঝড়বৃষ্টিতে বহু লোকের মৃত্যু হয়েছে, যা দেখে আমি গভীরভাবে দুঃখিত। সৃষ্টিকর্তা শোকসন্তপ্ত পরিবারগুলোকে এ অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।’

একই সঙ্গে রাজ্য সরকারের অধীনে স্থানীয় প্রশাসন দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ পরিচালনা ও ত্রাণ পৌঁছে দেওয়ার নির্দেশনা দিয়েছেন মোদি।

ভারতের আবহাওয়া দপ্তরের পাটনা কেন্দ্র থেকে জানানো হয়েছে, ঝড়বৃষ্টি আগামী কয়েক দিন চলবে। বিহারজুড়ে বিভিন্ন স্থানে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার আভাস দেওয়া হয়েছে। পাশাপাশি বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy