ভারতের মহারাষ্ট্রে একটি জলেভর্তি কোয়ারিতে পড়ে তিন শিশুসহ একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (৭ মে) রাজ্যের থানে জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, জলে পড়ে যাওয়া একটি শিশুকে বাঁচাতে অন্যরাও ঝাঁপ দিয়েছিলেন। এতেই ঘটে দুর্ঘটনা।
মুম্বাইয়ের ডম্বিভালি এলাকা সংলগ্ন সন্দ্বীপ গ্রামে বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। গ্রামবাসীরা বলছেন, গ্রামে জল সংকট তৈরি হওয়ায় কোয়ারিতে কাপড় ধৌত করতে যান ওই পরিবারের সদস্যরা। কাপড় ধোয়ার সময় একটি শিশু হঠাৎই জলে পড়ে যায়। পরে অন্যরা তাকে বাঁচাতে ঝাঁপ দেন জলে। কিন্তু তারা সবাই জলে ডুবে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: এনডিটিভি