OMG! ছড়িয়ে পড়ছে ভয়ানক দাবানল, পুড়ে ছাই ১০০ র বেশি বাড়ি, নিহত হয়েছেন ২ জন

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে দাবানলে দুইজনের মৃত্যু হয়েছে। এতে শতাধিক বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া দ্রুত ছড়াচ্ছে আগুন। খবর ডয়েচে ভেলে ও রয়টার্সের।

পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, দাবানলের বলি হয়েছেন এক বয়স্ক দম্পতি। তাঁরা বাড়ি ছেড়ে পালাতে গেছিলেন। কিন্তু পারেননি। তাদের বাড়ি পুড়ে গেছে। তারাও বাঁচতে পারেননি। অঙ্গরাজ্যের বহু শহরই দাবানলের গ্রাসে পড়েছে।

লিংকন ন্যাশনাল ফরেস্টের এক মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার দমকল বাহিনী রুইডোসো শহরে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে। শহর ছেড়ে অন্তত পাঁচ হাজার মানুষ পালিয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার দাবানলের গ্রাসে পড়ে এই শহর। তারপর আগুন লেগে অনেক বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

এই শহর ছাড়াও আরও অন্তত ছয় জায়গায় দাবানল জ্বলছে। ম্যাকব্রাইডে আগুনে অন্তত দুইশ বাড়ি পুড়ে গেছে। পাঁচ হাজার ৭৩৬ হেক্টরের বনভূমি পুড়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ১৪৪ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইছে। তার ফলে আগুন দ্রুত ছড়াচ্ছে।

মেক্সিকোতে দাবানল নতুন কোনো ঘটনা নয়। কিন্তু গবেষকরা জানিয়েছিলেন, জলবায়ু পরিবর্তনের ফলে দাবানলের সম্ভাবনা অনেক বেড়ে গেছে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy