OMG! চুরি করা শাড়ি পরে ফেসবুকে পোস্ট, ধরা পড়ল পরিচারিকা, উদ্ধার হলো গয়নাও

অপরাধী যতই চালাক হোক না কেন, প্রযুক্তির সঠিক ব্যবহার তাকে আইনের হাত থেকে পালাতে দেয় না – এই কথা ফের একবার প্রমাণ করে দিল মধ্যমগ্রাম থানার পুলিশ। এবার সোশ্যাল মিডিয়ায় চুরি করা শাড়ি পরে ছবি পোস্ট করে পুলিশের জালে ধরা পড়ল এক দুষ্কৃতী। শুধু শাড়িই নয়, ধৃতের কাছ থেকে গহনা সহ আরও বেশ কিছু মূল্যবান সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বারাসাত জেলা পুলিশের সুপার প্রতিক্ষ্যা ঝরখারিয়া উদ্ধার হওয়া চুরি যাওয়া সামগ্রীগুলি মালিকদের হাতে তুলে দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রযুক্তির সাহায্য নিয়ে এবং তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ করে এই সাফল্য পাওয়া গিয়েছে। চুরি করে বেপরোয়াভাবে সোশ্যাল মিডিয়ায় চুরি করা জিনিস পরে ছবি পোস্ট করাটা যে কত বড় ভুল হতে পারে, তা এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে। এই নির্দিষ্ট ঘটনায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিটি সূত্রেই অভিযুক্তকে চিহ্নিত করা সম্ভব হয়।

গত চার মাসে মধ্যমগ্রাম থানার পুলিশ একাধিক গুরুত্বপূর্ণ মামলার কিনারা করেছে। মোট ছয়টি চুরির ঘটনার সফল তদন্ত সম্পন্ন হয়েছে এবং এই ঘটনাগুলিতে মোট পাঁচজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এদের মধ্যে থেকে একজনের স্কুটি এবং আরেকজনের মোটরবাইক উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দেওয়া হয়েছে।

চুরি ছাড়াও লক্ষাধিক টাকার একটি সাইবার ক্রাইমের ঘটনারও নিষ্পত্তি করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। ওই মামলায় ভুক্তভোগী তাঁর খোয়ানো টাকা ফেরত পেয়েছেন। যদিও এই নির্দিষ্ট সাইবার অপরাধের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি, তবে অভিযুক্তদের ধরতে জোরকদমে তদন্ত চলছে।

পুলিশের এই ধারাবাহিক সাফল্য এবং তৎপরতায় খুশি এলাকার সাধারণ মানুষ। দীর্ঘদিন পর নিজেদের চুরি যাওয়া মূল্যবান সামগ্রী ফিরে পেয়ে প্রত্যেকেই পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মধ্যমগ্রাম থানার পুলিশের এই উদ্যোগ নিঃসন্দেহে এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা এবং আস্থার বাতাবরণ তৈরি করেছে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy