সম্প্রতি বিনোদন জগৎকে নাড়িয়ে দিয়েছে পল্লবী দে-র মৃত্যু রহস্য। আপাত দৃষ্টিতে আত্মহত্যা বলে অনুমান ও পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশ পেলেও পুলিশ জারি রেখেছে তদন্ত। আর সেই তদন্তের সূত্রেই গড়ফা থানার পুলিশ গিয়েছিলো ‘মন মানে না’-সিরিয়ালের শুটিং ফ্লোরে। সেখানে গিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে সিরিয়ালের কলাকুশলীদের।
কলাকুশলীরা পল্লবীর চরিত্র গৌরী সম্পর্কে জানিয়ে দেয় যে ইতিমধ্যে সেই ধারাবাহিকের পল্লবীর চরিত্রটির মৃত্যু হয়েছে। সিরিয়ালে তাকে গুলি করে খুন করা হয়েছে এমন দৃশ্য দেখানো হয়েছে। এমনকি পাল্টে ফেলা হয়েছে সিরিয়ালের গল্পের প্লট।
জানাগেছে খুব শিগ্রই ধারাবাহিকটি শেষ হতে চলেছে। পুলিশের জিজ্ঞাসাবাদের দিনই ছিল ধারাবাহিকটির শেষ পর্বের শুটিং।
প্রসঙ্গত, নিজের ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় টেলিভিশন অভিনেত্রী পল্লবী দে’র ঝুলন্ত মরদেহ। তারপর থেকেই অভিনেত্রীর জীবন ঘিরে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। প্রথম থেকেই সন্দেহের তীর পল্লবীর প্রেমিক সাগ্নিকের দিকে।
পল্লবী দে’র মৃত্যুর ঘটনার পরের দিন তার প্রেমিক সাগ্নিককে আটকের পর গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। ওইদিন রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার সকালেও চলে জেরা। তার তারপর সন্ধ্যায় গ্রেপ্তার দেখানো হয়।
পল্লবীর বাবা অভিযোগ করেন, ঐন্দ্রিলা নামে একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল সাগ্নিকের। সে কারণেই পল্লবীকে খুন করেছে সাগ্নিক। পল্লবীর টাকাও হাতিয়েছে। তার টাকাতেই কিনেছেন অডি গাড়ি, যাতে চড়ে বেড়াতেন সাগ্নিক। এই অভিযোগের ভিত্তিতে খুন ও টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের হয়।