ছোটবেলায় বাবা-মা তাদের সন্তানদের জীবন সম্পর্কে বিভিন্ন বার্তা শেখান। পরবর্তী জীবনে এই শিক্ষা সন্তানদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু মানুষ নয়, বিভিন্ন প্রাণীর মধ্যেও আবেগ, অনুভূতি সমানভাবেই কাজ করে। তারাও একে অন্যের সঙ্গে মিলেমিশেই টিকে থাকে। তাদের মধ্যেও বন্ধুত্বপূর্ণ সুন্দর সম্পর্ক গড়ে ওঠে, তারাও একে অন্যকে প্রাণ দিয়ে ভালোবাসে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এক শিম্পাঞ্জি আর কচ্ছপের বন্ধুত্ব সবাইকে অবাক করেছে। সাধারণ এই দুই প্রাণীর মধ্যে বন্ধুত্ব দেখা যায় না। কিন্তু এই ভিডিওর প্রাণী দুটির মধ্যে বেশ ভাব দেখা গেলো। ভিডিওতে দেখা গেছে তারা একজন অপরজনের সঙ্গে আপেল ভাগাভাগি করে খাচ্ছে।
বুটেনগেবিডেন নামের একটি টুইটার পেজে ওই ভিডিওটি পোস্ট করা হয়। ইতোমধ্যেই এটি সবার মন জয় করে নিয়েছে। ওই ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, শেয়ারিং ইজ কেয়ারিং।
ভিডিওতে দেখা যায়, একটি শিম্পাঞ্জি আপেল খাচ্ছে। সে এক কামড় খাওয়ার পর পাশে থাকে কচ্ছপটিকে আপেল খেতে দিচ্ছে।
ইতোমধ্যেই প্রায় ৮৮ লাখ বার এই ভিডিও দেখা হয়েছে। অপরদিকে এই ভিডিওতে লাইক পড়েছে ৩৪ লাখ। এছাড়া এখন পর্যন্ত ৪৯ হাজারের বেশি বার এটি রিটুইট হয়েছে।
Sharing is caring.. 😊 pic.twitter.com/XnFgiZHbsY
— Buitengebieden (@buitengebieden) July 17, 2022
ব্যবহারকীরারা শিম্পাঞ্জির ব্যবহারে মুগ্ধ। এক ব্যবহারকারী লিখেছেন, প্রাণীদের মধ্যে এ ধরনের আচরণ দেখতে আমার খুবই ভালো লাগে। অপর এক ব্যবহারকারী লিখেছেন, মা সব সময় বলে যে, কারও সঙ্গে কোনো কিছু ভাগাভাগি করে খেলে তার স্বাদ আরও বেড়ে যায়।