OMG! অল্পের জন্য মিললো রেহাই, শাহরুখের বাংলোর পাশের ভবনে ভয়ানক আগুন

ভারতের মুম্বাইয়ের বান্দ্রায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বাংলো মান্নাত’র পাশের বহুতল ভবন জিভেশে আগুন লেগেছে। আজ সোমবার রাত পৌনে ৮টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে আজ সোমবার রাতে এ তথ্য জানানো হয়।

মুম্বাইয়ের অভিজাত এলাকায় অবস্থিত ২১তলা ভবন জিভেশের দোতলায় সন্ধ্যার পর আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে আনতে মুম্বাই ফায়ার সার্ভিসের ৮টি জলযান, ৭টি জাম্বু ট্যাংকার কাজ শুরু করেছে। এ ছাড়া হতাহতের আশঙ্কায় বেশকিছু অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে হাজির হয়েছে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবার সন্ধ্যা পৌনে ৮টা নাগাদ শাহরুখের বাংলোর কাছে ওই বহুতলটির চোদ্দোতলায় আগুন দেখতে পাওয়া যায়। বহুতলের ফ্ল্যাট থেকে কালো ধোঁয়া বার হতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকলবাহিনীর কর্মীরা।

পশ্চিম বান্দ্রায় বলিউড তারকার বাংলোর কাছেই ওই বহুতলে আগুন নেভাতে আটটি ইঞ্জিনের পাশাপাশি সাতটি বিশাল ট্যাঙ্কারও পৌঁছেছে বলে সূত্রের খবর।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy