OMG! অবৈধভাবে ইউরোপে পৌঁছানোর চেষ্টা, সমুদ্রে ডুবে ৩০০০ এর বেশি মানুষের মৃত্যু

সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে পৌঁছানোর চেষ্টাকালে ২০২১ সালে তিন হাজারেরও অধিক মানুষের মৃত্যু হয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) এক নতুন প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভূমধ্যসাগর ও আটলান্টিক পারি দিয়ে সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় গত বছর তিন হাজারেরও বেশি আশ্রয়প্রার্থী মারা গেছেন কিংবা নিখোঁজ হয়েছেন। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ইউএনএইচসিআর-এর কর্মকর্তা শাবিয়া মান্টু শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ২০২১ সালের পরিসংখ্যান অনুসারে গত বছরে ইউরোপে শরণার্থী সংকটের কারণে নীতি কঠোর করায় আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ প্রাণহানির ঘটনা ঘটেছে।

শাবিয়া মান্টু বলেন, ‘আমরা ক্রমশ মৃত্যুর হার বৃদ্ধি পেতেই দেখছি। এটি খুবই উদ্বেগজনক।’

ইউএনএইচসিআর-এর প্রতিবেদন অনুসারে, ২০২১ সালে মধ্য ও পশ্চিম ভূমধ্যসাগরের রুটে মোট ১৯২৪ জনের মৃত্যু বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া অন্যান্য আফ্রিকান রুটে ১১৫৩ জনের মৃত্যু বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

ইউএনএইচসিআর–এর প্রতিবেদনে আরও বলা হয়, দুর্ঘটনায় পতিত বেশির ভাগ নৌকাই কাঠের তৈরি, হালকা ও স্বাভাবিকের তুলনায় বেশি মানুষ বহন করায় ডুবে যাওয়ার ফলে প্রাণহানির ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২২ সালের শুরু থেকে বর্তমান সময় অবধি সমুদ্রে ডুবে ৪৭৮ জন মারা গিয়েছেন বা নিখোঁজ হয়েছেন।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy