OMG!কয়েক মিনিটের ঘূর্ণিঝড়, লণ্ডভণ্ড ভারতের এই গ্রাম! দেখেনিন ভয়ঙ্কর ভিডিও

মাত্র কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বরপেটার একটি গ্রাম।
শনিবার (৮ মে) সকালে হঠাৎই স্থানীয় ভাবে ঘূর্ণিঝড়টির সৃষ্টি হয়। মাত্র কয়েক মিনিট স্থায়ী হয়েছিল ওই ঘূর্ণিঝড়, কিন্তু ওই সময়ের মধ্যেই সামনে যা পড়েছে সেগুলি খড়কুটোর মতো উড়িয়ে নিয়ে গিয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, শনিবার সকাল ১০টা ২০ মিনিটে বরপেটার রোমারি গ্রামে ওই মিনি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। বরপেটার ডেপুটি কমিশনার তেজপ্রসাদ ভূষল বলেন, “এই ঝড়ে সাতটি কাঁচাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হননি।”

ব্রহ্মপুত্র নদী থেকে সেই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন তেজপ্রসাদ। নদী থেকে কিছুটা দূরেই রোমারি গ্রাম। সেই গ্রামের দিকে ধেয়ে গিয়েছিল ঝড়। তবে ঝড়ের পরিসর এবং ঘূর্ণন কম থাকায় ক্ষয়ক্ষতি খুব একটা হয়নি। তবে এ ধরনের ঝড় খুবই ‘বিরল’ বলে জানিয়েছেন তিনি।

ভিডিওটি দেখুন:

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy